বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান রফিকুল ইসলাম

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার গাবতলী ১নং কাগইল ইউনিয়ন পরিষদ এর সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান এমনটায় ঘোষনা দিয়েছেন সমাজসেবক ও উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম। তিনি কাগইল ইউনিয়ন এর বেড়েরঘোন গ্রাম এর মৃত আব্দুস সামাদ এর পুত্র।

রফিকুল ইসলাম দূীর্ঘদিন হলে কাগইল ইউনিয়নে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছেন। আগামীদিনেও তিনি দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সমর্থন কামনা করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাঁকে (রফিকুল) নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা (রফিকুল) তাঁকে আদর্শবান-যোগ্য ও সৎ-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন। উদারমন মানসিকতা ও মেধাবী সম্পন্ন রফিকুল ইসলাম নিজেকে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষনা করে ইতিমধ্যে তিনি জনসাধারন এর সঙ্গে কুশল ও মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দুঃখী ও অসহায় মানুষ এর পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করতে চান। এমনকি তিনি বিগত সময়ে ‘করোনা ভাইরাস’ কালে দুঃস্থ ও গরীব মানুষ এর পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। আগামীদিনেও সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিককে জানান, মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহতালা যদি আমাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে কাগইল ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে চাই। এ জন্য তিনি ইউনিয়নবাসী কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com