শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

আসছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: আঞ্চলিক ছবির সীমানা ছাড়িয়ে গোটা ভারত তথা বিশ্বে ছড়িয়ে পড়েছে দক্ষিণী সিনেমার দুই তারকা আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানার জনপ্রিয়তা। সৌজন্যে তাদের ছবি ‘পুষ্পা’। সম্প্রতি শুরু হয়েছে এ ছবির সিক্যুয়েল ‘পুষ্পা- দ্য রুল’-এর শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক থেকে শুরু করে আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা- প্রত্যেকেই তাদের পারিশ্রমিক বাড়িয়েছেন অনেকটাই। ‘পুষ্পা’ ছবির জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক ছিল ৫০ কোটি টাকা। রাশ্মিকার পারিশ্রমিক ছিল মাত্র ২ কোটি।

তবে প্রথম ছবির বক্স অফিস সাফল্যের পরই পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ছবির পরিচালক সুকুমার। এক্ষেত্রে আল্লু অর্জুনের পারিশ্রমিক এতটাই বেড়েছে যে, শুনলে হোঁচট খাবেন যে কেউ।

শোনা যাচ্ছে, ‘পুষ্পা- দ্য রুল’-এর জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নিচ্ছেন পাক্কা ১০০ কোটি টাকা! কম যান না পরিচালক সুকুমারও। ‘পুষ্পা’তে তার পারিশ্রমিক ছিল ১৮ কোটি। এবার তা এক লাফে ৪০ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে, নায়িকা রাশ্মিকা নিচ্ছে ৪ কোটি টাকা।

‘পুষ্পা’ ছবিতেই আল্লু অর্জুনের থেকে রাশ্মিকা মন্দানার পারিশ্রমিকে ছিল বিস্তর ফারাক। এবার ছবির সিক্যুয়েলে সেই ফারাক পৌঁছে গেছে ধরা ছোঁয়ার বাইরে। কোথায় নায়কের ১০০ কোটি, আর কোথায় নায়িকার মাত্র ৪ কোটি।

এর আগে ‘পুষ্পা দ্য রাইজ’ প্রথম দিনেই ব্যবসা করেছিল ৩৩ কোটি টাকা। ১৮০ কোটি বাজেটে তৈরি এই ছবির সারা বিশ্ব জুড়ে মোট বক্স অফিস কালেকশন ছিল ৩৬৫ কোটি টাকা। এবার ছবির সিক্যুয়েলের বাজেট ২০০ কোটি টাকারও বেশি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com