সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

আশুলিয়ায় হত্যা মামলায় সালমান ৪ দিনের রিমান্ডে

আশুলিয়ায় হত্যা মামলায় সালমান ৪ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

মামলাটিতে তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর মো. খাজা গোলাম কিবরিয়া আসামি সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যান গাড়িযোগে সবজি বিক্রি করতেন। গত ৪ আগস্ট তিনি আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়।

এ ঘটনায় শাওনের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।এরপর দফায় দফায় তাদের রিমান্ডে নেওয়া হয়। বেশ কয়েক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com