বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

আ:লীগের প্রার্থীতা বাছাইয়ে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও থেকে::

উপজেলা নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা আওয়ামী লীগের প্রার্থীতা বাছাইয়ে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা।

বুধবার দুপুরে হরিপুর প্রেসক্লাবে মনোনয়ন প্রত্যাশীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় একটি লিখিত অভিযোগে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের পক্ষে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে.এম শামীম ফেরদৌস টগর।

অন্যদের মাঝে বক্তব্য দেন, হরিপুর উপজেলা আ:লীগের সভাপতি নগেন কুমার পাল, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল কাইয়ুম, মহিলা আ:লীগের সভাপতি সাবিনা ইয়াসমীন রিপা প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা হরিপুর উপজেলায় সম্পূর্ণ গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষ তদন্ত ও জরিপের মাধ্যমে বাংলাদেশ আ:লীগের নিরস্কুশ বিজয়ের লক্ষে সর্বাধিক জনপ্রিয় প্রার্থী বাছাই এবং চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবী জানান।

এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com