মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

আর্থিক সহায়তা প্রদান, বগুড়ায় কারাবন্দী পরিবারের পাশে সাবেক এমপি লালু

আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) : বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর২৩) বগুড়ার শাজাহানপুর সহ পৌরসভা এলাকার কারাবন্দী ৬পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজখবর নিতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

কারাবন্দীরা হলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক পৌরসভার ১৩নং ওয়ার্ড়ের গন্ডগ্রামের মমিন তালুকদার, একই এলাকার শাজাহানপুর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন যুবদল নেতা পৌরসভার ১৩নং ওয়ার্ড়ের চকজোরা উত্তরপাড়া গ্রামের রায়হান আহম্মেদ, একই গ্রামের যুবদল নেতা আতিক হাসান আতাউর, পৌরসভার ২১নং ওয়ার্ড়ের স্বেচ্ছাসেবকদলের নেতা বেজোড়া দক্ষিনপাড়া গ্রামের মজনু মিয়া ও শাহীন আলম।

এসময় উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গদলসহ কারাবন্দী পরিবারের সদস্যদের মধ্যে মমিন, সোহাগ, সুমন, বাদল, নয়ন, বিপুল, আলিম, আশিক, নুরজাহান, জাকারিয়া, রেজাউল, হাসি আক্তার, রত্না বেগম, শিল্পী বেগম, এলাছি বেগম, আফরিনা জাহান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com