বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

আরেফিন নগরে বাম্পার বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

আরেফিন নগরে বাম্পার বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বিশ্ব কবরস্থান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাম্পার বাহিনীর ত্রাসের রাজত্ব চলছে। স্থানীয়দের অভিযোগ, এই বাহিনী জায়গা-জমি দখল, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে হয়রানি করে এলাকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

বাম্পার বাহিনী নামে পরিচিত এই গোষ্ঠী মূলত জমি দখল করে জাল কাগজপত্রের মাধ্যমে তা বিক্রি করে দেয় বলে অভিযোগ রয়েছে। তারা নিরীহ ও অসহায় মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে মামলা-মোকদ্দমার ফাঁদে ফেলে, পরে সুযোগ বুঝে তাদের জায়গা দখল করে নেয়।

এলাকাবাসীর দাবি, এই বাহিনীর অধীনে রয়েছে বিপুলসংখ্যক কিশোর গ্যাং সদস্য। এসব কিশোররা প্রকাশ্যে দা, ছুরি, কিরিচ, চাপাতি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। সন্ধ্যা নামলেই বিশ্ব কবরস্থান সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। নারী ও শিশুদের চলাফেরা সীমিত হয়ে গেছে; কেউ প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রতিদিন আতঙ্কে থাকি। বাম্পার বাহিনীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলে। পুলিশে অভিযোগ করেও কোনো সুফল পাইনি। এখন আমরা ভয়ে চুপ করে আছি।”

অন্যদিকে, স্থানীয় সমাজকর্মীরা জানিয়েছেন যে বাম্পার বাহিনী শুধু দখলবাজি নয়, কিশোর অপরাধীদের অপরাধের জগতে ঠেলে দিচ্ছে। তারা দাবি করেন, প্রশাসনের নীরব ভূমিকায় এই বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে। আরেফিন নগরের প্রবীণ এক ব্যক্তি বলেন, “বাম্পার বাহিনী আজ এক আতঙ্কের নাম। এলাকাবাসী একপ্রকার বন্দিজীবন কাটাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা না এলে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

তবে এলাকাবাসীর প্রশ্ন, অভিযোগের পরও কেন বাম্পার বাহিনী অবাধে চলাফেরা করছে এবং নিরীহ মানুষদের ওপর নির্যাতন চালাচ্ছে? তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বলেন—বাম্পার বাহিনীর দৌরাত্ম্য বন্ধ না হলে আরেফিন নগর একদিন সন্ত্রাসের জনপদে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com