শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে আরব আমিরাতকে হারিয়ে শুভ সূচনা করলো নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রুপ পর্বে কষ্টার্জিত ৩ উইকেটের জয় পেয়েছে তারা। এই জয়ে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে গেলো টম কুপারের দল।

বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। গিলিংয়ের সিমন্ডস স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে দুই দল। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত।

আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩১ রান সংগ্রহ করে আরব আমিরাত। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় তারা, ২০ বলে ১২ রানে চিরাগ সুরি ফিরে যান। দলীয় ১১তম ওভারে কাশিফ দাউদ ফেরেন ১৫ রানে। সেখান থেকে আরবিন্দকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে তুলেন মোহাম্মদ ওয়াসিম। ১৬তম ওভার শেষে আউট হবার আগে খেলেন ৪৫ বলে ৪১ রানের ইনিংস। দলের সংগ্রহ তখন ৩ উইকেট হারিয়ে ৯১ রান।

এরপরই শুরু হয় উইকেট বৃষ্টি। বাস ডে লিডি ১৮তম ওভারেই তুলে নেন ৩ উইকেট। আর শেষ ছয় ব্যাটসম্যানের কেউ পারেননি দুই অঙ্কের ঘরে যেতে। ফলে শেষ ১১ রান সংগ্রহ করতেই আরব আমিরাত হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করতে সমর্থ হয় আরব আমিরাত।

১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিক্রম জিৎ সিংকে হারায় নেদারল্যান্ডস। ১৮ বলে ২৩ রান করে জুনাইদ সিদ্দিকীর বলে ফিরে যান ম্যাচ ও’ডুড। জুনাইদ সিদ্দিকী তার করা পরের ওভারে মাত্র ১ রানে তুলে নেন আরো দুই উইকেট। ফেরান টম কুপার ও ভেন ডার মিরিকে। এর আগে কলিন ইকারম্যান ও ডি লিডিও ফিরে যান। ফলে ১৩.৩ ওভারে ৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস।

তবে স্কর্ট এডওয়ার্ড ও টিম প্রিংলের ২৭ রানের জুটিতে সব বিপত্তি কাটিয়ে জয়ের বন্দরে পা রাখে নেদারল্যান্ডস। টিম প্রিংলে ১৫ রানে ফিরলেও ১৬ রানে অপরাজিত ছিলেন এডওয়ার্ড। ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় কমলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com