মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ টুর্নামেন্টে প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৭জন খেলোয়াড় অংশপ্রহণ করে। তুরস্কের আন্তালিয়ায় চলমান আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-১’ টুর্নামেন্টে প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৭ খেলোয়াড় অংশগ্রহণ করে। বাংলাদেশের দুই আরচার কোয়ালিফিকেশন রাউন্ডে অংশগ্রহণ করেছেন।
মোহাম্মদ আশিকুজ্জামান কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৮৭ স্কোর করে ৪০তম স্থান অর্জন করে নটআউট খেলার যোগ্যতা অর্জন করেছেন। অপর খেলোয়াড় নেওয়াজ আহমেদ রাকিব ৬৭২ স্কোর করে ৭৯তম স্থান হন এবং নটআউট পর্বে অংশগ্রহণ করতে পারবেন না। ‘আরচারি ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-১’ এ অংশগ্রহণের যাবতীয় ব্যয় সিটি গ্রুপ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে।