মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

আমি কখনো বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না: তামিম

একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না এমন কথা কাউকে বলিনি বলে জানালেন তামিম ইকবাল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না, কে বা কারা মিডিয়াকে কথাটা বলছে।

তিনি বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি।

এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে তামিম লেখেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com