বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রচারিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে তিনি মাদ্রাসা গট্টি মোড়ে এক সংবাদ সম্মেলনে নিজেকে একজন বিএনপি নেতা হিসেবে দাবি করেন। তিনি বলেন, একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এমন মিথ্যা খবর ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে নুরু মাতুব্বর বলেন, তিনি ২০১৫ সাল পর্যন্ত গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে তার ওপর নানা চাপ আসে, যার ফলে তাকে অনেক হামলা ও মামলার শিকার হতে হয়। তিনি আরও জানান, আওয়ামী লীগের দায়ের করা মিথ্যা মামলায় তাকে জেলও খাটতে হয়েছে। এসব চাপের মুখে তিনি তাদের ‘গ্রাম্য দলে’ মিশতে বাধ্য হয়েছিলেন, কিন্তু কখনোই তিনি মনেপ্রাণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হননি।
নুরু মাতুব্বর বলেন, তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। ওবায়দুর রহমান তার বাড়িতে অনেকবার এসেছেন এবং তার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, কিছু মানুষ তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি এই গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন।
নুরু মাতুব্বর স্পষ্ট করে বলেন, তার নাম আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই। যদি তার অজান্তে কোনো কমিটিতে তার নাম থেকে থাকে, তাহলে তিনি আজ থেকে তা প্রত্যাহার করে নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বর সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।