বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

আমাদের যতটুকু সামর্থ আছে তাই নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি: নজরুল ইসলাম খান

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের যতটুকু সামর্থ আছে তাই নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সারাদেশে বন্যা কবলিতের পাশে এসেছি। আল্লাহ যদি কোন দিন আমাদের সুযোগ দেন তাহলে আপনাদের ক্ষতি পুষিয়ে দিব।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ও তিন বারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দল নেতা। একমাত্র তিনি সেই নেত্রী যিনি পাঁচবারে ২৩টি আসনে নির্বাচন করে কোথাও পরাজিত হননি। গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম জিয়াকে মাত্র দুই কোটি টাকার মিথ্যা মামলায় জেলে বন্দি করে রেখেছে। সেই টাকা ব্যাংকে আজ সাড়ে ছয় কোটি টাকা হয়েছে। যার বয়স ৭৪ বছর। বয়স ও সকল বিবেচনায় তিনি জামিনের যোগ্য হলেও জামিন দেওয়া হচ্ছেনা। অথচ হত্যা মামলা ও হাজার হাজার কোটি টাকা পাচারাকারীরা জামিন পাচ্ছে।

নজরুল ইসলাম খান রোববার বিকালে বন্যাদুর্গত জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এজেডএম জাহিদ হোসেন, মো: শাহজাহান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ্ প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুর ইসলাাম, নিবার্হী কমিটির সদস্য সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, কেন্দ্রীয় কমিটির সহ-জলবায়ু সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনি সম্পাদক সাবেক মেয়র অ্যাভোকেট শাহ্ মো: ওযারেজ আলী মামুন, ইসলামপুর উপজেলা বিএনপির নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীনসহ জামালপুর জেলা, ইসলামপুর ও মেলান্দহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com