বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

আমদানি নির্ভর নিত্যপণ্যে শুল্ক ছাড়ের প্রজ্ঞাপন আজ

স্টাফ রিপোর্টারঃ ভোজ্যতেল, ডাল, চিনির মতো নিত্যপণ্য আমদানি শুল্কমুক্ত করতে সোমবার (১৪ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হবে।

গতকাল রোববার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে দ্রব্যমূল্য নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অংশ নেন।

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মজুদ নিয়ন্ত্রণসহ ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।ওএমএস কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি।নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি তিনি অ্যাকশনের যাওয়ারও হুঁশিয়ারি দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কীভাবে মানুষকে সাশ্রয়ীমূল্যে পণ্য দেওয়া যায়, যার জন্য সরকার যেটা করতে পারে, ভ্যাট-ট্যাক্সের ব্যাপারে, একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে।আজ  সোমবার এসআরও ঘোষণা করবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com