রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

আমজোয়ানী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ১১ নারী আটক

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আমজোয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১১ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমজোয়ানী সীমান্তে এ অভিযান চালানো হয়।

৫৬ বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির দুটি দল দেবনগর ইউনিয়নে সীমান্ত এলাকায় অভিযানে নামে। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ১১ জন নারীকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলো, যশোর জেলার শার্শা উপজেলাধীন বাইকুলা গ্রামের মৃত নুরালি বিশ্বাস এর মেয়ে মোছা: ফুলসুরাত (৬০), কোতয়ালী ধানা আব্দুল মান্নানের মেয়ে রোজিনা খাতুন (৩৫), অভয়নগর উপজেলা চনাদ্রপর এলাকার জালাল বিশ্বাসের মেয়ে সেলিনা বেগম (২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলা জামিলডাংগা এলাকার মিরাজ খন্দকারের মেয়ে চুমকি খাতুন (২৫), তাকরিজ আলীর মেয়ে হাসনা হেনা খাতুন (৩০), মাধবপুর এলাকার আনসার মুন্সির মেয়ে রোজিফা (৩২), লোহাগড়া উপজেলার চরকালনা এলাকার দেলোয়ার মোল্লার মেয়ে মিনা খাতুন (২৪), বেতগ্রাম মফিজ মোল্লার মেয়ে বন্যা খাতুন (২৪) টুংগীপাড়া উপজেলা দক্ষিন বাশরিয়া এলাকার শাহ আলমের মেয়ে রুপা খানম (২৫), মাদারীপুর জেলার জাজিরা উপজেলা ফরিদপুর এলাকার বাবুল ব্যাপারির মেয়ে শাবানা ব্যাপারি (২৭) ও ফরিদপুর জেলার রাজর উপজেলার সোত্যপতি এলাকার হাকিম তালকদারের মেয়ে সালেহা খাতুন (৪০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একাধিক দালালের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য সীমান্তে আসেন। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল ওই ১১ জন নারীকে আটক করা হয়। চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com