মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

আবাহনী ও মোহনবাগান ম্যাচ পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আগামী মঙ্গলবার ১৯ এপ্রিল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে আকাশী-নীল ও সবুজ-মেরুনরা। গ্রুপ পর্বে ভারতের দুই দলকে দেখা যাবে নাকি বাংলাদেশের দুই দল থাকবে তার সিদ্ধান্ত দেবে ১৯ এপ্রিলের এই ম্যাচ।

এএফসি কাপের মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে বর্তমানে ভারতের কলকাতা অবস্থান করছে বাংলাদেশের জায়ান্ট ঢাকা আবাহনী লিমিটেড। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধ্যায় স্থানীয় দল মোহনবাগানের বিরুদ্ধে খেলবে আকাশী-নীল জার্সিধারীরা। প্লেঅফের এই ম্যাচের বিজয়ী দল উঠে যাবে আসরের মূলমঞ্চ অর্থাৎ গ্রুপ পর্বে।

গ্রুপপর্বে আগে থেকেই আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মোহনবাগান ও আবাহনীর একটি যোগ দেবে ঐ গ্রুপে। আপাতত আবাহনী ও মোহনবাগানের লড়াইয়েই দৃষ্টি সবার।

ম্যাচটি খেলতে ঢাকা থেকে আবাহনী দল পশ্চিমবঙ্গের পৌঁছেছে। ম্যারিও লামোসের দল কলকাতার ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে। আবাহনীর প্রতিপক্ষ স্বাগতিক মোহনবাগানও এই হোটেলে আছে। কলকাতা থেকে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানান, দলের সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাঠে অনুশীলনের সূচী ছিল। হোটেলের আনুষ্ঠানিকতায় ও কিছুক্ষণ আগে মধ্যাহ্ন ভোজ শেষ হওয়ায় রবিবার মাঠের অনুশীলনের পরিবর্তে হোটেলে জিম সুইমিং হয়েছে। ম্যাচটি নিয়ে দুই বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ উৎসাহ কাজ করছে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে খেলতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী এরই মধ্যে কলকাতায় পৌঁছেছে। আকাশী-নীলরা আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে ভিড়িয়েছে বসনিয়ার নেডোকে।

এএফসি কাপের গ্রুপপর্বে আগে থেকেই আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মোহনবাগান ও আবাহনী ম্যাচে যারা জিতবে তারা এই তালিকায় যোগ হবে। সে ক্ষেত্রে আবাহনী জিতলে বাংলাদেশে দুটি ক্লাবের প্রতিনিধিত্ব থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com