রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

আবারো মহাসড়কের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, প্রশাসন নিরব

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার।।
রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়ক ও ফুটপাত আবারো দখল করে নিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা। প্রশাসন নিরব রয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ )সকাল দশটায় মহাসড়কে গিয়ে দেখা যায় মহাসড়ক দখল করে ফুটপাত বসিয়েছে।

অন্যদিকে হাইওয়ে ফাড়ির পুলিশ ও ভুলতা ফাড়ির পুলিশ নীরব থাকায় জনমনে প্রশ্ন উঠে তাহলে প্রশাসনের সাথে কি হকারদের আবারো সমঝোতা হয়েছে। যদি না হয় তাহলে কেমন করে আবার ফুটপাত বসে।

জানা যায় ২৯ ফেব্রুয়ারির পর থেকে অদ্যাবধি মহাসড়ক ও ফুটপাতে কোন হকার বসতে পারেনি কিন্তু গুঞ্জন উঠেছে গতকাল বৃহস্পতিবার রাতে একটি মহল ও প্রশাসনের যোগসাজশে আবার ফুটপাতে বসার বিষয় সমঝোতা হয়েছে।

তারই প্রমাণ মিলে আজ সকালে। মহাসড়কে আবারো ফুটপাতে বসার বিষয়ে জানতে চাইলে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইনস্পেক্টর মোহাম্মদ আলী আশরাফ মোল্লা বলেন, আমাদের অল্প সংখ্যক পুলিশ দিয়ে ৪৭ কিলোমিটার জায়গা প্রতিদিন নজর দিতে হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি চেষ্টার কোন ত্রুটি করি না তারপরেও তাদের সাথে পেরে উঠতে আমরা হিমশিম খাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com