বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

আবারও জুটি বাঁধছেন শাহরুখ-কাজল?

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: বলিউডের অন্যতম আইকনিক জুটি শাহরুখ খান ও কাজল। রোম্যান্টিক সিনেমার প্রসঙ্গ উঠলেই তাদের নাম চলে আসে প্রথমে। সেই নব্বই দশক থেকে এখনো তাদের রসায়ন দর্শকদের কাছে সমান প্রিয়।

শোনা যাচ্ছে, দর্শকদের সামনে আবারও জুটি বেঁধে আসছেন শাহরুখ খান ও কাজল। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

যদিও সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘এখন পর্যন্ত এমন কোন পরিকল্পনাই নেই। আমি নিজে এমন কিছু জানি না।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘ওর (শাহরুখ খান) সাথে কাজ করা আমার জন্য সব সময়ই দারুণ উপভোগ্য। আমি সত্যিই চাইবো এমন কোন প্রজেক্ট থাকলে সেটিতে যুক্ত হতে।’

উল্লেখ্য, বলিউডের ইতিহাসে অন্যতম সফল জুটি শাহরুখ খান ও কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘বাজিগর’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো নন্দিত সিনেমা উপহার দিয়েছেন তারা। ৭ বছর আগে পর্দায় সর্বশেষ ‘দিলওয়ালে’ সিনেমার মাধ্যমে এক হয়েছিলেন দুজন।

সূত্র: পিঙ্কভিলা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com