বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: মাঠের বাইরে নানা সমালোচনার মধ্যে থাকলেও থেমে নেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অর্জন। আইসিসির ২০২২ ওয়ানডে বর্ষসেরার মুকুট তার গলায়। টানা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বছরের সেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করেন পাক এই অধিনায়ক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে আইসিসি এক প্রতিবেদনে বাবরকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। গত বছর বাবরের ব্যাট থেকে মাত্র ৯ ওয়ানডেতে রান এসেছে ৬৭৯টি। সেঞ্চুরি করেছেন ৩টি হাফ সেঞ্চুরি ৫টি। গড় রান ৮৪.৮৭।

২০২১ সালেও দুর্দান্ত খেলে বাবর বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পর বাইশেও একই ধারা বজায় রাখেন। রান করে গেছেন সমানতালে। সঙ্গে পাকাপোক্ত হলো ওয়ানডে র‌্যাকিংয়ের সর্বোচ্চ স্থানও। ২০২১ সালের জুলাই থেকে বাবর আছেন শীর্ষে।

এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। সেখানে বাবর আজমই অধিনায়ক ছিলেন। জায়গা হয়নি বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির।

বাংলাদেশ থেকে বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ঝলক দেখিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল তারকা ছিলেন তিনি।

বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখান। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন, ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com