শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার বিদায় ঘণ্টা বেজে গেছে সেমির আগেই। বাংলাদেশ ভারতকে উড়িয়ে উড়তে থাকা মিলারদের টেনে মাটিতে নামিয়েছে ‘পুঁচকে’ নেদারল্যান্ড। ১৩ রানে ডাচদের কাছে হেরেছে প্রোটিয়ারা।
রবিবার (৬ নভেম্বর) অ্যাডিলেডে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় ম্যাচটি।
মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় টেম্বা বাভুমার দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে সবকটি ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে প্রোটিয়াদের রানের চাকা।
সুপার টুয়েলভে এটি নেদারল্যান্ডসের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো নেদারল্যান্ডস।
দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটা সহজ হয়ে গেল। পরের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচে যে দল জয় পাবে তারাই খেলবে সেমিফাইনাল। দুই দলেরই এখন সমান চার পয়েন্ট।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়েই বাড়ির পথ ধরতে হচ্ছে। তবে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে বৃষ্টি হানা দিলে বলদলে যেতে পারে দৃশ্যপট। সেমির দৌড়ে রান রেটে ভর করে এগিয়ে আছে পাকিস্তান।
আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই ডাচ ওপেনার স্টেফান মাইবার্গ আর ম্যাক্স ওডাউড মিলে শুরুটা দুর্দান্ত করেন। তাদের জুটি থামে ৫৮ রানে। এরপর টম কুপারের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এতে নেদারল্যান্ডস ইনিংস পায় বড় রানের দিশা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ডাচ ব্যাটাররা।