শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

আফিফ হোসেন এশিয়া কাপে সহঅধিনায়ক

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এবার জিম্বাবুইয়ে সফরে সহঅধিনায়ক না থাকায় বেশ ঝামেলায় পড়ে বাংলাদেশ দল। নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ার পর অধিনায়ক নির্ধারণ করতে সমস্যা হয়েছে। তাই এশিয়া কাপে টি-টোয়েন্টি দলের আবার সাকিব আল হাসানকে অধিনায়ক করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, দল আরব আমিরাত রওনা হওয়ার সময়ই জানানো হবে সহঅধিনায়কের নাম। সেটি তখন না জানালেও দল আরব আমিরাতে যাওয়ার পর জানিয়েছে বিসিবি।

শুধু এশিয়া কাপের জন্য অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে সহঅধিনায়ক করা হয়েছে। যেহেতু সোহান কিংবা লিটন কুমার দাস ইনজুরির কারণে নেই সে কারণেই ২২ বছর বয়সী আফিফ হয়েছেন সাকিবের সহকারী। বাঁহাতি এই মিডলঅর্ডার অবশ্য সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব করেছেন।

এবার টি-টোয়েন্টি দল আরব আমিরাত যাওয়ার আগে দুই দলে বিভক্ত হয়ে যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানেও আফিফ একটি স্কোয়াডের নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়ার পর থেকে প্রায় একটানা ৪৭টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন ২২ বছর বয়সী আফিফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com