শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

আপিল বিভাগের ৪ বিচারপতির শপথ গ্রহন

বিচারপতি জুবায়ের, সৈকত, রেজাউল হক ও এমদাদুল।

নিজস্ব প্রতিবেদক:: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চারজন বিচারপতি শপথ নিয়েছেন। তাদেরকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া চারজন হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

এর আগে সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ বার্তা প্রদান করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর (৯৫)১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ৪(চার) জন বিচারক-কে তাঁহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com