বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : গরবী অসহায় মেধাবী শিক্ষার্থী মো. শরীফ হাসান। পিতাঃ আজিজুল হক ওরফে আকালী। গ্রামঃ সমসাবাদ উপজেলাঃ নবাবগঞ্জ জেলাঃ ঢাকা।
শরীফ দীর্ঘ দিন যাবৎ কিডনী রোগে ভুগছেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ICU তে চিকিৎসাধীন আছেন। পরিবারের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আপনার সহযোগিতায় বাঁচতে পারে এই মেধাবী শিক্ষার্থীর৷
সাহায্য পাঠানোর জন্য হিসাব নম্বর: 5861150001433, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড , নবাবগঞ্জ শাখা, ঢাকা৷
বিকাশ নাম্বার (পার্সোনাল) 01832649339 ।