বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: ঢাকা জেলা প্রশাসক(ডিসি) ও দ্বাদশ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসবেন৷ ভোটের পরিবেশ ভালো রয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নবাবগঞ্জে উপজেলা থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। কোন ধরনের ঝামেলার সুযোগ নেই। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এছাড়াও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মোবাইল টিম সর্বোক্ষণ কাজ করছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, আগামীকাল (৭ জানুয়ারি) রোববার নির্বাচনের দিন ঢাকা জেলায় যেসব আসন রয়েছে সকল সংসদীয় আসনগুলো নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আঃ হালিম উপস্থিত ছিলেন।