রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া’কে মুক্তি করা হবে …সাবেক এমপি লালু

আল আমিন মন্ডল (বগুড়া) জেলা প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। জুুলুমবাজ সরকারের হাত থেকে জনগন এখন মুক্তি পেতে চায়। বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমান’কে নিয়েই নির্বাচন করবো। আমাদেরকে গনতন্ত্র ও দেশকে রক্ষা করতে একদিকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন’কে জোরদার অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তিনি গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে টাউন ক্লাব মিলনায়তনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান আলী মিয়া, কেন্দ্রীয়-সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ড্যাব’ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এইচএস মাফতুন আহম্মেদ খান রুবেল, শহীদ উন নবী সালাম, গাবতলী থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com