সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে মিনহাজ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে ২৫ এপ্রিল সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।

৭ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন ৫ জন খেলোয়াড়। এরা হলেন- রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও একসেস চেস ক্লাবের মো. আবু হানিফ। ক্যান্ডিডেট মাস্টার নীড় অনত চৌধুরীর সঙ্গে ড্র করেন।

আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com