মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সামাদ খান, মধুখালী প্রতিনিধি (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন জনের মধ্যে যাচাই বাছাইতে জয়িতা নির্বাচিত হলেন যে ৫জন।

৯ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেনীতে যাচাই বাছাইতে জয়িতা নির্বাচিত হলেন যে ৫জন।

যে সব শ্রেণীতে যারা জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের আঃ রাজ্জক শেখের স্ত্রী রাশিদা বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী গ্রামের মোঃ নাজির হোসেন মৃধার স্ত্রী শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক খাদিজা সুলতানা জাহান, সফল জননী মধুখালী পৌরসভার শ্রীপুর গ্রামের মজিবর রহমান মোল্যার স্ত্রী রিপা সুলতানা শিলা,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন সংগ্রামে বিজয়ী যে নারী তিনি হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত আদেলউদ্দিন সরদারের কন্যা মোছাঃ মরিয়ম খানম চন্দ্র এবং সমাজ উন্নয়নে অসামন্য আবদান রেখেছেন যে নারী মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর রেশমা আক্তার ও গোন্দারদিয়া গ্রামের মৃত শাহ মোহাম্মাদ রফিকুল ইসলামের কন্যা।

নির্বাচিত জয়িতাদের হাতে জয়িতা সনদ ও ক্রেস তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ। জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com