বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

আনোয়ারায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। রোববার (৯ মে) রাত সোয়া আটটার দিকে উপজেলার গুড়ম ছড়া এলাকায় ৫ নং ওয়ার্ডের ইছাক সদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. ফরহাদ (২২), আরব আলী (৫০), আবদুর রহমান (৭০) ও তানজিনা আক্তার (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, বাড়িতে রান্নার জন্য আজই গ্যাস সিলিন্ডারটি বাজার থেকে আনা হয়েছিল। রোববার ইফতারের পর এটি রান্নাঘরে বিস্ফোরিত হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। রাত আটটার পর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com