সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

আদিতমারীতে অগ্নিকান্ডে বাড়ি ভস্মিভুত, মা ছেলে আহত

আদিতমারীতে অগ্নিকান্ডে বাড়ি ভস্মিভুত, মা ছেলে আহত

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে বাড়ি ভস্মিভুত এবং ঘুমন্ত মা ছেলে দগ্ধ হয়েছেন। এ সময় বাড়ির ধান চাল হাঁস-মুরগি ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া বাগডোরা গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাগডোরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী মমিনা বেগম (৪০) ও ছেলে মাহাম্মাদ আলী (১৮)।

স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। এরপর হঠাৎ বাড়িতে আগুণ লেগে যায়। তাদের এক প্রতিবেশী আগুন দেখে চিৎকার দিলে সবাই ঘর থেকে বেড়িয়ে পড়লেও আটকা পড়েন গোলাম রব্বানীর স্ত্রী মমিনা বেগম ও তার ছেলে মাহাম্মদ আলী। পরে স্থানীয়রা ছুটে এসে আটকা পড়াদের উদ্ধার করে। এতে শরীরের কিছু অংশ পুড়ে গিয়ে তারা আহত হন।

খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন এবং আহতদের প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ অগ্নিকান্ডে ওই বাড়ির ধান চাল হাঁস-মুরগি ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার বলেন, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুণের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com