বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

আদালতের নির্দেশে আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত চারজনের মরদেহ উত্তোলন

আদালতের নির্দেশে আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত চারজনের মরদেহ উত্তোলন

সাভার প্রতিনিধি:: ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করেন নির্বাহী ম্যাজিট্রেট।

পুলিশ জানায়, আদালতের নির্দেশে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে মরদেহগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়। এসময় আশুলিয়ার চারালপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয় জুলাই-আগস্টে নিহত জাহিদুল ইসলাম সাগরের মরদেহ ও পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দুপুরে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের পরিচয় সনাক্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার জানান, বিজ্ঞ আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এখানে দায়িত্ব পালন করছি। লাশ উত্তোলনের পর সুরতহাল করা হবে এবং পরে ময়নাতদন্ত করা হবে। ভাদাইল পবনারটেক ও চারালপাড়া এলাকায় দুটি কবরস্থান থেকে দুইজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। আমবাগান কবরস্থান থেকে আরও দুইজনের মরদেহ উত্তোলন করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিকী জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে বেশ কয়েকজনের। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। ফলে ওইসব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com