বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

আদাবরে দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক, একুেশর কন্ঠ : রাজধানীর আদাবরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের অনুসন্ধানী বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

আটকরা হলেন- আদাবর থানার ঢাকা হাউজিংয় এলাকার মৃত শরিফ মাতুব্বরের ছেলে মো. সুমন মাতুব্বর (৪০) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসুফপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এসময় দোকানে পাশেই দাঁড়িয়ে থাকা ওই দুই সাংবাদিক বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় ফেরাতে গেলে কাঁচি আমার হাতে ঢুকে যায়। এসময় উপস্থিত সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমি আদাবর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা (মামলা নং-৮) করেছি।

মামলার এজাহারে বলা হয়েছে, দোকানে কথাবার্তার একপর্যায়ে আসামিরা দোকানিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথাড়ি কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। একপর্যায়ে তারা দোকানে থাকা পান কাটার কাঁচি নিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজের মাথা লক্ষ্য করে আঘাত করে। এসময় হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে গুরুতর আহত হন সিরাজ। তখন দোকানে থাকা দুই সাংবাদিক সিরাজকে রক্ষার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই প্রবীর কুমার বলেন, গতকাল রাতে ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সকালে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com