শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
নারায়নগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় একটা ত্রিশ মিনিটে আগুন লাগে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিলন মিয়া বলেন, “আগুনে দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।