বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়নে ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি চাল আত্মসাতের অভিযোগে জেলা ও দায়রা জর্জ আদলতে দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯ ধারা ও ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ঠাকুরগাঁও খাদ্য বিভাগের ৪ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউপি চেয়ারম্যান সহ দুদকের হাতে আটককৃত ৬ জনকে জেলাহাজতে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও বিশেষ ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামানের আদালতে উপস্থিত করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ এবং ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা।
দুদক জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজস ও জালিয়াতি মূলকভাবে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে ৫টি প্রকল্পের ৬ মেট্রিক টন চাল আত্মসাত করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা। দিনভর অভিযানে তাদেরকে আটক করা হয়।