রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস, ভোক্তা সচেতনতায় ক্যাব

মোসা. লিজা আক্তার, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এই দিনটি বিশ্ব ভোক্তা সংস্থা-কনজুমারর্স ইন্টারন্যাশনাল (সিআই) এর আহবানে প্রতি বছর সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে : “স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাংলাদেশে সর্ব প্রথম ১৯৮৩ সাল থেকে ভোক্তা অধিকার দিবসটি উদযাপন করে আসছেস। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ পাস হওয়ার পর হতে দেশে দিবসটি সরকারী ভাবে পালিত হচ্ছে। ভোক্তা অধিকার অন্যতম মানবাধিকার। ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও নকল,ভেজাল প্রতিরোধসহ সচেতনতা সৃষ্টির জন্য কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাংলাদেশ সরকার ও বিশ্ব ভোক্তা সংস্থা-কনজুমারর্স ইন্টারন্যাশনাল (সিআই) স্বীকৃত ভোক্তা অধিকার সংগঠন প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।

ক্যাব এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদ এর সম্মানিত চেয়াম্যান (সাবেক সিনিয়র সচিব ও দুদক এর সাবেক চেয়ারম্যান) জনাব গোলাম রহমান ও সম্মানিত সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূইয়ার নেতৃত্বে ও নির্দেশনায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখা স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে ফরিদপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও কল্যাণে অতন্দ্রী প্রহরীর ন্যায় সরকারের তথা জেলা প্রশাসনের সহযোগী হিসেবে প্রায় দেড় যুগ যাবৎ কাজ করে যাচ্ছে। ক্যাবের সামাজিক আন্দোলন কার্যক্রমে বাংলাদেশ সরকার,দাতা সংস্থা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

ক্যাব-এর লক্ষ্য :
১. ভোক্তাদরে অধকিার ও দায়ত্বি সর্ম্পকে তাদরে সচতেনতা বৃদ্ধি ২. শোষণরে নানা পদ্ধতি ও দকি সর্ম্পকে ভোক্তাদরেকে সচতেন করা ও তাদরে প্রকৃত প্রতরিক্ষার জ্ঞান ও সহায়তা দওেয়া; ৩. ভোক্তাদরে বভিন্নি সমস্যার ওপর আলোকপাত করা এবং জনগণরে কল্যাণরে লক্ষ্যে বভিন্নি দল, সমিতি প্রতষ্ঠিান, বসেরকারি সংগঠন ও সরকারি সংস্থার মধ্যে পারস্পরকি সহযোগতিার ধারা বকিশতি করা; ৪. জাতীয় ও আর্ন্তজাতকি বভিন্নি সংস্থার সঙ্গে ভোক্তার্স্বাথ সংরক্ষণ সংক্রান্ত সকল প্রকার র্কাযাবলি ও তথ্য বনিমিয় করা, ৫. দশেরে সকল জলো ও থানায় ক্যাব-এর ইউনটি এবং ভোক্তার্স্বাথ সংরক্ষণ গ্রুপ গঠন করা এবং ৬. ভোক্তাসংক্রান্ত নানাবধি বষিয় ও ভোক্তাদরে সমস্যা সর্ম্পকে গবষেণা পরচিালনা করা।

ক্যাব এর সেবাঃ
ভোক্তাদরে সচতেনতা বৃদ্ধরি জন্য ক্যাব নয়িমতি নানা ধরণরে র্কমসূচি পালন ও আলোচনাভত্তিকি অনুষ্ঠানরে আয়োজন করে থাকে। ভোক্তাকণ্ঠ ডটকম পত্রকিার মাধ্যমে ক্যাব তার র্কমকাণ্ড ও দশেে ভোক্তা অধকিাররে বাস্তব চত্রি সবার সামনে তুলে ধরে। ক্যাব বশিষে ইস্যু বা সমস্যার পরপ্রিক্ষেতিে পুস্তকিা, ফোল্ডার, লিফলেট ইত্যাদি প্রচার করে, গণমাধ্যমে প্রকাশরে জন্য নিয়মিত বভিন্নি ফিচার ও প্রেসে বজ্ঞিপ্তি ছাপায়।

ক্যাব নত্যি প্রয়োজনীয় পণ্য ও সবোসামগ্রীর বাজারদর নিয়মিত পর্যবেক্ষণ করে ভোক্তা সাধারণকে বাজাররে প্রকৃত অবস্থা সর্ম্পকে অবহতি করে এবং বাজারদর যাতে ক্রয়ক্ষমতা সীমা ছাড়যি়ে না যায় সেদিকে খেয়াল রাখা ক্যাবরে একটি বাজার পর্যবেক্ষণ শাখা আছে যা নিয়মিত বাজার সমীক্ষা পরচিালনা করে এবং পত্র-পত্রকিার মাধ্যমে ভোক্তাদরে জন্য তথ্য সরবরাহ করে। ক্যাব-এর একটি রুটিং কাজ হচ্ছে বিভাগ, জেলা, থানা ও গ্রাম র্পযায়ে ভোক্তা অধকিার আন্দোলন ছড়িয়ে দেয়া।

ফরিদপুর জেলায় ক্যাবের কমিটিঃ
ফরিদপুর জেলা কমিটিসহ ফরিদপুর জেলায় ০৯ (নয়) টি উপজেলার মধ্যে ৮ (আট) উপজেলায় ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে এবং আগামীতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

ভোক্তা অধিকার দিবস পালনঃ
ক্যাব দেশে সর্ব প্রথম ১৯৮৩ সাল থেকে ভোক্তা অধিকার দিবসটি উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার আইন-২০০৯ পাস হওয়ার পর হতে প্রতি বছর জেলা প্রশাসন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ফরিদপুর জেলা কার্যালয় এর সাথে যৌথ ভাবে ক্যাব ফরিদপুর দিবসটি যথাযথ ভাবে পালন করে আসছে।

স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকান্ডে প্রতিনিধিত্বঃ
ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রমে ক্যাব কেন্দ্রীয় দপ্তরে পরামর্শে স্থানীয় প্রশাসনের বিভিন্ন শাখায় ক্যাব এর সদস্যবৃন্দ নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছে। ক্যাব ফরিদপুর জেলা কমিটি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি,জেলা দ্রব্যমূল্য সহনীয় টার্স্ক ফোর্স কমিটি, জেলা নিরাপদ খাদ্যা কমিটি,জেলা ফরমালিন নিয়ন্ত্রণ কমিটির নিয়মিত সভায় অংশ গ্রহন করে থাকেন। সভা গুলোতে দ্রব্য মূল্য বৃদ্ধির তথ্য, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরা হয়। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন কর্মসূচীতে ক্যাব সদস্যরা অংশ গ্রহন করেন।

আসন্ন মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের কল্যাণে ক্যাব ফরিদপুর এর সুপারিশ সমূহঃ-
১। জেলা বাজার মনিটরিং কমিটি (সকলের সমন্বয়ে) কর্তৃক বাজার পরিদর্শন করা ।
২। দুধ,মাংস,চিনি,ছোলা, খেজুরসহ ফল মূলের বাজার তদারকি জোরদার করা।
৩। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মজুদদারদের মনিটরিং এর আওতায় রাখা।
৪। চেম্বার অব কমার্স এর সহযোগিতায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া।
৫। বাজারে বাজার দর নিয়মিত লেখা ও চাউল ব্যবসায়ীদের ক্যাশ ম্যামো প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান।
৬। জাতীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়কে শক্তিশালী করতে জনবল বৃদ্ধি করা।
৭। ভোক্তা অধিকার আইন-২০০৯ কে যুগোপযোগী করতে সংশোধনী আনা।
৮। একদামের নির্ধারিত কাপড়ের দোকানে ঈদ উপলক্ষে অতিরিক্ত মূল্য ধার্য্য হচ্ছে কিনা তা যাচাই করা।
৯। স্মার্ট বাংলাদেশ গড়তে ই-কমার্স পদ্ধতিতে পণ্যমূল্য নেটওয়াকিং গড়ে তুলতে নিশ্চিত করা।
১০। স্মার্ট প্রযুক্তি ব্যবহার এর মাধ্যমে ভোক্তা অধিকার আন্দোলন বিকাশে সহযোগিতা করা।

বিশ্ব ভোক্তা অধিকার দিবন-২০২৪ উপলক্ষে বিশ্বের তথা বাংলাদেশের সকল ভোক্তা ও ভোক্তা অধিকার আন্দোলনে নিয়োজিত সকল সদস্য/কর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব ভোক্তা অধিকার দিবন-২০২৪ সফল হোক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com