মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

আজিজনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামোসহ সকল খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে সড়ক, বৌদ্ধ বিহার, ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের পর আজিজনগর চাম্বি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সমতল এলাকার মত পার্বত্য এলাকারও ব্যাপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

আজিজনগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত সহ সরকারী বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com