বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি:: আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সুনামগঞ্জ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত) তাপস রঞ্জন ঘোষ।
গ্রেফতার মর্তুজ আলী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের চেরাগ আলীর ছেলে।
জানা যায়, রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জের গনিগঞ্জ বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ, সিম সহ দুটি এন্ড্রয়েট ফোন সেট, দুটি বাটন ফোন সেট জব্দ করে পুলিশ।