বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

আগে চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে: চিফ প্রসিকিউটর

আগে চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে সংগঠিত ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। তিনি বলেন, এমন বিচার করা হবে, যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, আগে ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার। শুধু তাই নয়, বিচারটি এমনভাবে করা হবে, যেন এ বিচার নিয়ে দেশে- বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে।

তিনি বলেন, গণবিপ্লবের যে একটা চরিত্র, তাতে সবাই চাইবে দ্রুত সময়ে যেন বিচার করা হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন, বিচারটা যেন ত্রুটিপূর্ণ না হয়। কোনো সমালোচনার সুযোগ না থাকে।

‘বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। সেই কারণে এখন সরকারের কাছে অনুরোধ করছি, যেন ট্রাইব্যুনালটা দ্রুত পুনর্গঠন হয়। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে কাজ দ্রুত আগাবে’, যোগ করেন চিফ প্রসিকিউটর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com