সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
আগুনে পুড়ে অঙ্গার হলো চার মাস বয়সের শিশুটি। ঘুম পাড়িয়ে বাড়ির সবাই বের হলে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে ওঠে। এর পর একে একে পুড়ে যায় তিনটি ঘর। বাড়ির সব কিছু পুড়ে নি:স্ব হয় পরিবারটি।
রবিবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গাজীরহাট কাদিরহাট গ্রামের আখতার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আখতার হোসেন জানায়, দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে কাজে যায় তার মা মিলি আখতার। ওই সময় বাড়িতে কেউ ছিল না। বাবা (আখতারের পিতা) বাড়িতে এসে দেখে ঘরে আগুন লেগেছে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ঘরের মালামালসহ শিশুটি পুড়ে ছাই হয়।
নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত জানা যায়নি। অগ্নিকান্ডে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট হয়েছে বলে জানান তিনি। তাদের উপজেলা পরিষদ থেকে ত্রাণ সহায়তা দেয়া হবে।
রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান শিশু পুড়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।