সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

তুরস্কে ৯-১৮ আগষ্ট ৫ম ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে

স্পোর্টস রিপোর্টার ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আগামী ৯ হতে ১৮ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত তুরস্কের কোনিয়া শহরে ৫ম ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে। উক্ত গেমসে বাংলাদেশ হতে আরচারি, এ্যাথলেটিকস্, ফেন্সিং, জিমন্যাস্টিকস্, হ্যান্ডবল, কারাতে, শ্যূটিং, সুইমিং, টেবিল টেনিস, কুস্তি এবং ভারোত্তোলনসহ মোট ১১টি ডিসিপ্লিনে ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

অদ্য ৩১ মে ২০২২ তারিখে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন এবং বিওএ’র সদস্য জনাব সিরাজউদ্দীন মোঃ আলমগীর এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য-সচিব জনাব এ, কে সরকার ভারোত্তোলন, কুস্তি এবং টেবিল টেনিস দলের চলমান প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন।

ক্যাম্প পরিদর্শনকালে দলের সেফ দ্য মিশন খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং খেলোয়াড়রা আরও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরাটা দেশকে উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com