সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টাস, ই-কণ্ঠ টোয়েন্টেফোর ডটকম ॥ আগামী ৬ থেকে ১১ মে ২০২২ পর্যন্ত ইরাকের সোলেমানিয়ায় “২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২” অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দল কাতার এয়ারওয়েজে আগামীকাল মঙ্গলবার রাত ১১:৫ মি: ঢাকা ত্যাগ করবে। টুর্নামেন্টে বাংলাদেশ আরচারি দলের অংশগ্রহণের পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রপ।
টুর্নামেন্ট পরিচালনার জন্য বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ৫জন টেকনিক্যাল অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য ওয়ার্ল্ড আরচারি এশিয়া কর্তৃক মনোনীত হয়েছেন।
তাদের মধ্যে আজ ২ এপ্রিল সোমবার ৩ জন এবং আগামীকাল ২জন ঢাকা ত্যাগ করবেন।
জাতীয় আরচ্যারী দলের নামের তালিকা:
দলীয় কর্মকর্তাবৃন্দ: (১) মোহাম্মদ ফায়সাল আহসান উল্লাহ্-টিম ম্যানেজার, (২) মোহাম্মদ মনিরুজ্জামান-সহকারী টিম ম্যানেজার, (৩) মোহাম্মদ এজাজ হোসেন-পর্যবেক্ষক, (৪) মার্টিন ফ্রেডরিক-প্রধান প্রশিক্ষক, (৫) মোহাম্মদ জিয়াউল হক-প্রশিক্ষক ও (৬) মোহাম্মদ হাসান-প্রশিক্ষক।
রিকার্ভ পুরুষ: (৭) মো: রোমান সানা, (৮) মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, (৯) আব্দুর রহমান আলিফ।
রিকার্ভ মহিলা: (১০) দিয়া সিদ্দিকী, (১১) নাসরিন আক্তার, (১২) বিউটি রায়।
কম্পাউন্ড পুরুষ: (১৩) নেওয়াজ আহমেদ রাকিব, (১৪) মিঠু রহমান ও (১৫) মোহাম্মদ আশিকুজ্জামান।
কম্পাউন্ড মহিলা: (১৬) শ্যামলী রায়, (১৭) বন্যা আক্তার ও (১৮) সুমা বিশ্বাস।
টেকনিক্যাল অফিসিয়ালবৃন্দ : বাংলাদেশ থেকে এবারই প্রথম সর্বাধিক সংখ্যক অর্থ্যাৎ ৫ জন টেকনিক্যাল অফিসিয়াল উক্ত টুর্নামেন্টে দায়িত্ব পালনের জন্য ওয়ার্ল্ড আরচারি এশিয়া কর্তৃক মনোনীত হয়েছেন। কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবারসহ মোট ৮বারে টেকনিক্যাল ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ থাকে যে, নি¤েœাক্ত টেকনিক্যাল অফিসিয়ালদের যাবতীয় ব্যয় স্থানীয় অর্গানাইজিং কমিটি বহন করবে:
১. কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল-টেকনিক্যাল ডেলিগেট, ১. তানভীর আহমেদ-ডেপুটি চীফ জাজ। ৩. কাজী রাফিদ ইবনে রাজীব-কম্পিটিশন ম্যানেজার, ৪. মো: রফিক-রেজাল্ট ম্যানেজার, ৫. মো: ইমদাদুল হক মিলন-ফিল্ড ক্রু ম্যানেজার।