বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০টি গাড়ি

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: আগামী নির্বাচনে গঠিতব্য সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। মোট ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।

এ ছাড়া আসন্ন নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের জন্য আরও ২২০টি গাড়ি কেনা হবে। এর মধ্যে ১৯৫টি পাজেরো এবং ২৫টি মাইক্রোবাস রয়েছে। এ জন্য ব্যয় হবে প্রায় ৩৪৩ কোটি টাকা। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের খরচ হবে ৪৪৫ কোটি টাকার বেশি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি যানবাহন অধিদপ্তর প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় গাড়িগুলো সংগ্রহ করবে। এরই মধ্যে অর্থ বিভাগ এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। এখন অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ক্রয় কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে মন্ত্রী ও উপদেষ্টারা যে গাড়ি ব্যবহার করছেন, সেগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা। পুরোনো হওয়ায় নিয়মিত মেরামতের প্রয়োজন হচ্ছে, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ফলে নতুন গাড়ি ছাড়া নির্বাচনী এলাকা সফর বা উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মতো কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব নয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরবর্তী সরকার কী গাড়ি ব্যবহার করবে, তা নির্ধারণ করার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের নয়। এতে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ উপেক্ষিত হয়েছে এবং এ সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করা উচিত।

এর আগে চলতি অর্থবছরে যানবাহন কেনায় ব্যয় সংকোচনের নির্দেশ দিয়ে সরকার একটি পরিপত্র জারি করেছিল। তাতে বলা হয়, ১০ বছরের বেশি পুরোনো গাড়ি অকেজো হলে অর্থ বিভাগের অনুমোদনে প্রতিস্থাপন করা যাবে। কিন্তু এবার কেনা হতে যাওয়া গাড়িগুলো ৯ বছরের পুরোনো হওয়ায় সেই শর্তও মানা হয়নি।

অর্থ সচিব ও অর্থ উপদেষ্টার মন্তব্য পাওয়া যায়নি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেছেন, নিয়ম অনুযায়ী মন্ত্রীদের গাড়ির মেয়াদ শেষ হয়েছে, তাই নতুন গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com