বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউজের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বুধবার (৬ আগস্ট) মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সরাসরি বৈঠকের পর পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।
এরপর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কর্মকর্তারা বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেন। যেখানে প্রেসিডেন্টের সফর ও এমন দুজন নেতার বৈঠকের প্রস্তুতি নিতে সাধারণত সময় লাগে, কিন্তু ট্রাম্প তার কর্মকর্তাদের দ্রুত সব কাজ সম্পন্ন করতে বলেছেন।
হোয়াইট হাউসের ওই দুই কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে ট্রাম্প-পুতিন বৈঠক হতে পারে। বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু একাধিক (স্থান) বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্প ইতিমধ্যে ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের জানিয়েছেন, তিনি শিগগির- সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান, তারপরে রাশিয়ান নেতা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করবেন। ইউরোপের নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছে রুশরা। পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই বৈঠকে রাজি আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্মম যুদ্ধের সমাপ্তি চান।
চলতি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প বারবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন, তবে বুধবারের ঘোষণাটি তার আগের মন্তব্যের চেয়ে বেশি স্পষ্ট বলে মনে করা হচ্ছে।