বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

আগামী এক সপ্তাহের মধ্যে অনেক জায়গায় অনেক কিছু ঘটবে : ইসি আনিছ

চাঁদপুর প্রতিনিধি : মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে অনেক কিছু দেখবেন। আগামী এক সপ্তাহের মধ্যে দেখবেন অনেক জায়গায় অনেক কিছু ঘটে গেছে। এটুকুই আমি বলব, এর বেশি কিছু বলছি না।

আজ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, বিদেশিরা তাকিয়ে আছে- বাংলাদেশে কেমন নির্বাচন হয় তারা সেটা দেখবে। তাই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নিরপেক্ষ একটি ভোটের আয়োজন করা। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য কমিশন সবার সহযোগিতা চেয়েছে।

তিনি বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন। আমি আজকে তাদেরকে বলেছি তারা মাঠে থাকবে। তাদের অভিযোগের কথা শুনেছি এবং বলেছি শেষ সময় পর্যন্ত মাঠে থাকার জন্য।

নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়- প্রার্থীরা বলেন আমার এজেন্ট বের করে দিয়েছে। মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি ভোটের দিন একটি নির্ধারিত ফরম দিবে। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে যেন তাদের এজেন্টের নাম দেয় এবং তারা যেন উপস্থিত থাকে। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্ট থাকতে হবে এবং ফলাফলে সই দেবে। তার প্রার্থীর ফলাফল যাই হোক না কেন উপস্থিত থাকতে হবে।

প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সত্যতা পেলে সেগুলো মামলা হচ্ছে। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নেবে না। কারণ পুলিশ তো সরকার পক্ষের লোক। যিনি অভিযোগকারী তাকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। অভিযোগ না দিলে বিষয়টি দুর্বল হয়ে যায়। এই বিষয়টিও স্বতন্ত্র প্রার্থীদের দেখতে হবে।

আনিছুর রহমান বলেন, এ বছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এক্ষেত্রে নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। প্রয়োজনে সেনাবাহিনীর কাছেও সহযোগিতা চাইবো। এছাড়া যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন দেওয়া হবে। কিন্তু সেটিরও সুরক্ষা নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com