সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টায় মধুখালী উপজেলা শহরে অবস্থিত ঐতিহ্যবাহি আখচাষীডিগ্রী কলেজের আন্ত: কলেজ প্রতিযোগিতার নারী ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিতহয়। এতে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির লাল দল বনাম সবুজ দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা এবং দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কলেজ অধ্যক্ষ দীলিপ কুমার গোস্বামীর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন মধুখালী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সদস্য মো.আকরাম হোসেন মিয়া, আব্দুর রাজ্জাক রাজা, মির্জা মুরাদ হোসেন, বিশেষ আমন্ত্রিতঅতিথি সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, অভিভাবক সদস্য মৌসুমি আক্তার, মো. মাসুদুল ইসলাম আকন, কামরুজ্জামান মিয়াপ্রমুখ।