বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি হলো স্বাধীনতা-রেলমন্ত্রী

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিননিধি॥
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। রোববার (২৩ জুন) দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সফলতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুকে দেশি ও বিদেশি চক্রান্তকারীরা হত্যা করল।

আমাদেরকে পিছিয়ে দেওয়া হলো। আর স্বাধীনতার ঘোষণা নিয়ে চক্রান্ত শুরু হলো। কিন্তু চক্রান্ত বেশিদিন থাকে না, চক্রান্ত বেশি দিন টিকতে পারে না। মিথ্যাচার বেশিদিন টিকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতাকে অন্যতম শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে ঘোষণা দেওয়া হলো। তারপর সমস্ত রকম ষড়যন্ত্র থেমে গেল। আর স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধু একমাত্র নেতা যার পক্ষে সম্ভব ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া। সর্বস্তরের মানুষকে যুদ্ধে নামানো এবং যুদ্ধে জয়লাভ করানো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com