বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি

নিজেস্ব প্রতিবেদক:
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচনের জন্য শনিবার বিকালে তিনি এই ফরম কিনেন।

শনিবার রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহিয়া মাহি বলেন, ‘আজ শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।’

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।

তবে নায়িকা জানান, এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com