বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের প্রতীক নিয়ে মিথ্যাচার হচ্ছে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, নৌকা হচ্ছে আওয়ামী লীগের প্রতীক, শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক। আর এই নৌকা প্রতীক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, শেখ হাসিনা নাকি আরেকটা প্রতীক দিসে, নাম নাকি ঈগল মার্কা।

জামালপুর সদরের দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজদের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে যারা মিথ্যাচার করছে, তারা মূলত আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনাকে তারা পরাজিত করতে চায়, আওয়ামী লীগের সাথে বিশ্বাস ঘাতকতা করে তারা নৌকা মার্কাকে পরাজিত করতে চায়।’

‘আমি বিশ্বাস করি সদর উপজেলার মানুষ এই ষড়যন্ত্র-চক্রান্ত চিহ্নিত করতে পেরেছে। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ওই ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দেবে ভোটারা।’

নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন সদর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com