শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় ভাংচুরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মোঃ আবদুল্লাহ, চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়া থানাধীন ১৭নং সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করেছে ওয়ার্ডের ইউপি সদস্য নিজেই। মঙ্গলবার (১২ই মার্চ) সকালে সাতকানিয়ার সোনাকানিয়া ৫নং ওয়ার্ডে গেলে স্থানীয়রা এই তথ্য জানান।

সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দুইদিন আগে সকাল ১১টায় সন্ত্রাসী কায়দায় ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার কাদের ও তার সহযোগীরা ওয়ার্ড আওয়ামী লীগের অফিস লুটপাট করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে ।

ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন সাতকানিয়া থানায় এই বিষয়ে অভিযোগ করলে-সাতকানিয়া থানা কতৃপক্ষ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করেন এবং এস আই খায়রুল ও এস আই নুরুন্নবীর নেতৃত্বে অভিযুক্ত কাদের মেম্বারকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

থানা পুলিশ ঘটনাস্থলে আসলে উপস্থিত সকলের সম্মুখে সে ওয়ার্ড আওয়ামী লীগের তালা ভাংগানো এবং চেয়ার টেবিল সরানো, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের কথা স্বীকার করেন। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, আমি এটা কেন করেছি আদালতে তার জবাব দিব। এই কথা বলে প্রতিবেদকের নাম্বার কেটে দেন।

পরে আরো বক্তব্য নেয়ার জন্য কল করা হলে অভিযুক্ত মেম্বার আব্দুল কাদের আর ফোন রিসিভ করেননি। ঘটনার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বলেন জাতীর জনকের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের খবর পেয়ে পুলিশ সহ ঘটনাস্হলে গেলে পুলিশের সামনে কাদের আওয়ামী লীগকে গালিগালাজ করে সকল ঘটনা স্বীকার করে। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com