শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কন্ঠ : সময়টা দারুণ কাটছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ঘরের মাঠে সাফল্য পাওয়া দলটি ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতেও।আইসিসি র্যাংকিংয়ে রেকর্ড গড়েছে নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০২ রানের ইনিংস খেলেন ফারজানা। এই ইনিংসের সুবাদে ব্যাটিং র্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের পক্ষে এটিই সেরা অবস্থান।
ফারজানার উন্নতি হলেও একধাপ পিছিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন নিগার সুলতানা জ্যোতি। মুর্শিদা খাতুন অবস্থান করছেন ৫৮তম স্থানে।
বোলিং র্যাংকিয়ে টাইগ্রেসদের পক্ষে সবার উপরে আছেন নাহিদা আক্তার। ১৩ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার। এরপরই রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সালমা খাতুন। ২২ নম্বরে অবস্থান করছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে ২০ নম্বরে অবস্থান করছেন রুমানা আহমেদ।