শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

আইফোনের দাম কমছে

বিজ্ঞান ও প্রযুক্তি::

আইফোনপ্রেমীদের জন‌্য সুখবর। সাশ্রয়ী আইফোনের মডেল হিসেবে পরিচিত আইফোন এসই (২০২০) মডেলটির দাম কমে যেতে পারে। বর্তমানে অ‌্যাপল স্টোরে ৩৯৯ মার্কিন ডলার দামের ফোনটিকে আরও বেশি জনপ্রিয় করতে দাম কিছুটা কম রাখতে পারে অ‌্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ‌্যাপল ইনসাইডার এ তথ‌্য প্রকাশ করেছে।

অ্যাপল ইনসাইডারের একটি প্রতিবেদন অনুসারে, অ্যাপল প্রকৃতপক্ষে বিক্রি বাড়াতে এবং আরও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপল ইকোসিস্টেমের প্রতি আকৃষ্ট করতে শিগগিরই নতুন আইফোন এসইয়ের দাম কমানোর দিকে নজর দিতে পারে।

গুগল পিক্সেল ৪এ মডেলটির দাম হতে পারে ৩৪৯ মার্কিন ডলারের মতো। অ‌্যাপল আইফোন এসই মডেলের দাম কিছুটা কম করে গুগলের ফোনটির সঙ্গে প্রতিযোগিতামূলক করতে পারে।

অ্যাপল কেন নতুন আইফোন এসইয়ের দাম কমানোর কথা ভাববে? প্রতিবেদন অনুসারে, আইফোন এসই-এর বেস মডেলটির ক্ষেত্রে উপাদান ব্যয় বাদে ৫৪ শতাংশ অ‌্যাপলের পকেটে ঢোকে, যা সব নতুন আইফোনের মধ্যে শীর্ষে রয়েছে বলে জানা গেছে। তাই অ‌্যাপল কিছু ছাড় দিয়ে আরও বেশি ব্যবহারকারী অর্জন করতে এবং তাদের অ্যাপল পরিষেবাগুলিতে আকৃষ্ট করতে পারে। যা থেকে আরও বেশি আয় তাদের পকেটে ঢুকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com