মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

আইপিএলে খেলার প্রস্তাব পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের পেসার মার্ক উডকে আইপিএল শুরুর আগেই হারিয়েছে নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি নতুন এই ফ্র্যাঞ্চাইজি। তারা সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে, বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চেয়েছে তারা।

বাংলাদেশি তারকা পেসারকে খেলার প্রস্তাব দিয়েছে লক্ষ্ণৌ। ফ্র‍্যাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর তাকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে।

সোমবার (২১ মার্চ) এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সিদ্ধান্ত নেওয়ার পর আমরা জানাতে পারব সে যাবে কি যাবে না।’

লক্ষ্ণৌ পুরো মৌসুমের জন্যই চেয়েছে বাংলাদেশি স্পিড স্টারকে। তা যদি হয় তাহলে ওয়ানডে সিরিজ শেষে তাসকিনকে দক্ষিণ আফ্রিকা ছাড়তে হবে। রওনা দিতে হবে ভারতের উদ্দেশে। ২৬ মার্চ থেকে বসবে আইপিএলের আসর।

ফিটনেসে অভাবনীয় পরিবর্তন এনে তাসকিন যেন ফিরেছেন নতুন রুপে। বল হাতে গতির ঝড় তুলছেন ২২ গজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে জয়ের অন্যতম নায়ক তিনি। ৭ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

তার এমন পারফরম্যান্সই হয়তো নজর কেড়েছে লক্ষ্ণৌর। এখন দেখা যাক বোর্ড কী সিদ্ধান্ত নেয়, এই আসরে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাসকিন আইপিএলে নাম লেখাতে পারেন কি না!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com