শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ রবিবার ২৮ আগস্ট মিরপুর পিওএম কাবাডি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় অন্বেষণ ও পুলিশ বাহিনীর মধ্য থেকে ভালো কাবাডি খেলোয়াড় তৈরির লক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২’।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম বান্দরবান জেলা পুলিশের মধ্যকার খেলা দিয়ে শুরু হয় এই চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই চ্যাম্পিয়নশিপে চারটি গ্রুপে মোট ১৫টি দল অংশ নিয়েছে।

লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই খেলায় চারটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে ডিএমপি, এসএমপি, ময়মনসিংহ রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা রেঞ্জ, সিএমপি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। ‘গ’ গ্রুপে রয়েছে এপিবিএন, আরএমপি, রংপুর রেঞ্জ ও সিলেট রেঞ্জ। আর গ্রুপ ‘ঘ’ তে রয়েছে কেএমপি, খুলনা রেঞ্জ, আরআরএফ বরিশাল ও রাজশাহী রেঞ্জ।

আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো

হাবিবুর রহমান বলেন, কাবাডি একটি অত্যন্ত আনন্দঘন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। এ খেলাটি স্বল্প খেলোয়াড়ের সমন্বয়ে খুব কম সময়ে সম্পন্ন হয়। কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রামগঞ্জের যেকোনো জায়গায় এ খেলাটি দেখা যায়।

‘জাতীয় পর্যায়ে এ খেলাটির পরিচালনায় রয়েছে বেশিরভাগ পুলিশ কর্মকর্তা। পুলিশ ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি খেলা এগিয়ে যাচ্ছে। বর্তমান কাবাডি কমিটি দায়িত্ব নেওয়ার পর এ খেলায় প্রাণ ফিরেছে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পুলিশ টিমের অবস্থা স্মরণকালের চেয়ে ভালো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই টিমটিকে ভাল করার।’

তিনি আরও বলেন, টুর্নামেন্টের মাধ্যমে আমরা পুলিশ বাহিনীর মধ্য থেকে মেধাবী ও ভালো মানের খেলোয়াড় তৈরি করছি, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব দেখাচ্ছে। পুলিশের ইউনিট পর্যায়ে কাবাডি দল গঠন করা হচ্ছে যেন ভালো খেলোয়াড় পাওয়া যায়।

পর্দা উঠলো আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের

মিরপুর পুলিশ লাইন্স কাবাডি মাঠে প্রতিদিন ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ নিয়ে মোট আটটি দল নক আউট পদ্ধতিতে কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। সেখান থেকে সেমিফাইনালে চারটি দল ও সর্বশেষ চূড়ান্ত প্রতিযোগিতায় দুটি দল অংশ নেবে।

উদ্বোধনী খেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাবাডি দল ৪৯-২৩ পয়েন্টে চট্টগ্রাম রেঞ্জকে পরাজিত করেছে। দিনের অন্য খেলায় ঢাকা রেঞ্জ কাবাডি দল ৬০-২৭ পয়েন্টে সিএমপি কাবাডি দলকে পরাজিত করে। এপিবিএন কাবাডি দল ৩৮-২১ পয়েন্টে সিলেট রেঞ্জকে পরাজিত করে।

আগামী ২ সেপ্টেম্বর একই ভেন্যুতে সেমিফাইনাল খেলা এবং ৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com